মোবাইল দিয়ে ইউটিউবিং করে আয় করুন খুব সহজে
ইউটিউব থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম কথাটি শুনেই আপনি হয়তো থমকে গেছেন, তাইতো ? তবে থমকে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যে কারণে ইউটিউবিং করাকে অসম্ভব ভাবছেন তা মোটেও অসম্ভব নয়।
আপনি মোবাইল দিয়েই ইউটিউব চালাতে পারবেন। আর ইউটিউবের প্রাণ যে ভিডিও তাও আপনি এই মোবাইল দিয়েই বানাতে পারবেন। এর জন্য আপনাকে কোনো নামি দামি ক্যামেরা কিনতে হবে না। কিনতে হবে না কোনো ডি এস এল আর ।
আপনি জেনে অবাক হবেন যে , এখনকার প্রায় সব বিখ্যাত ইউটিউবারই মোবাইল দিয়ে তাদের ভিডিও বানানো শুরু করেছিল । তো আপনিও শুরু করতে পারেন আজকে থেকেই ।
কি ভিডিও বানাবেন তাই ভাবছেনতো ? সচরাচর সবার একটি প্রশ্ন থেকেই যায় যে কি ভিডিও বানাবে। আপনিও হয়তো তার চিন্তাতেই মগ্ন। এক্ষেত্রে চিন্তা দূর করতে আপনাকে একটা পরামর্শই আমি দিতে পারি আর সেটি হলো আপনার পছন্দের যে কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও বানানো শুরু করতে পারেন । আপনার পছন্দের বিষয় হতে পারে টেক টিউটোরিয়াল বা ফুড রেসিপি । মূল কথা হলো যা নিয়েই আপনি কাজ করবেন তার প্রতি আপনার একাগ্রতা ও ভালোবাসা থাকা আবশ্যক। সুতরাং ভিডিও তৈরি করে ইউটিউবে অ্যাড দেখিয়েও আপনি ইনকাম করতে পারবেন।
আরো যেভাবে ইনকাম করা যায় তা হলো- বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ নিয়ে ।
আপনি হয়তো ইউটিউবে মাঝেই মাঝেই দেখেছেন অনেকেই অনেক কোম্পানির কথা বলে। অনেকেই বলে যে আজকের ভিডিও স্পন্সর করেছে এই কোম্পানি বা সেই কোম্পানি। আর ইউটিউব ভিডিও এর এই স্পন্সরশিপ এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
আবার অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ অন্যের প্রোডাক্টের প্রচার-প্রচারণা করেও ইনকাম করা সম্ভব।
