মোবাইল দিয়ে ব্লগিং করে কিভাবে ইনকাম করবেন ?


 


মোবাইলে ব্লগিং করে এখন অনেকেই ইনকাম করছে আর এর মাধ্যমে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। তবে আপনাকে এর জন্য একটা পুরো উদ্যম নিয়ে কাজ শুরু করতে হবে ।

ব্লগিং মূলত যাকে বোঝায় তা হলো একটি ওয়েবসাইটে কোনো একটি নির্দিষ্ট টপিক বা একাধিক টপিক নিয়ে লেখালেখি করা।

অনেকেই প্রশ্ন করেন যে, মোবাইলে কিভাবে ব্লগিং সম্ভব? তাদের জন্য উত্তর হলো যে, আপনি গুগলের ব্লগার ব্যবহার করে খুব সহজে আপনার ব্লগ ওয়েব সাইট তৈরি করতে পারেন । তাহলে ব্লগিং আপনার জন্য এক শিল্পে পরিণত হবে।

আর ব্লগার পিসি কিংবা ল্যাপটপে যেমন তেমন মোবাইলেও ফ্রিতেই চালাতে পারবেন। মোবাইল দিয়ে ব্লগিং করে আয়ের এই বিষয়টা মূলত দুইটি  বিষয়ের উপর নির্ভর করে থাকে । অর্থাৎ আপনি দুটো উপায়ে এখান থেকে আয় করতে পারবেন।  

প্রথমটি হলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ।

এটি হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাড দেখানো। আর যতজন এই অ্যাডগুলো দেখবে আপনার টাকার অংকটা তত বেশি বৃদ্ধি পাবে।

অপরটি হলো- অ্যাফিলিয়েট লিংক সংযুক্ত করে আয় ।

মনে করুন, আপনি একটি মোবাইল রিভিউ এর ব্লগ খুলেছেন  আপনি আপনার ব্লগে বিভিন্ন মোবাইলের ডেস্ক্রিপশন সমন্ধে তুলে ধরেন এক কথায় আপনার ব্লগে তারাই আসে যাদের ফোন বা মোবাইল প্রয়োজন ।

এমতাবস্থায় আপনি কিন্তু মোবাইলের ডেস্ক্রিপশন লিখে  গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে আয় করবেন তার পাশাপাশি সবার শেষে একটি লাইনে আপনার সেই প্রোডাক্টের একটি অ্যাফিলিয়েট লিংক সংযুক্ত করে দিতে পারেন। এখন যারা যারা আপনার সেই পোস্টটি পড়ে যে মোবাইলটি ভাল লেগেছে সেটি আপনার ওই লিংক থেকে ক্লিক করে যদি কিনে ফেলে তবে আপনি তার একটা শেয়ার পাবেন।  আর এভাবেই ইউটিউবের অ্যাফিলিয়েটের মতো ওয়েবসাইটেও অ্যাফিলিয়েট সংযুক্ত করা যায়। যার মাধ্যমে সহজেই আয় করা সম্ভব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url