শর্ট লিংক ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন
আপনি হয়তো বিট.লি (bit.ly) এই লেখাটি কত জায়গায় দেখেছেন তার হিসেব নাই । কেননা হাজার হাজার বার এই বিট.লি এর ব্যবহার আপনার চোখে পড়েছে। আর এই বিট.লি কি জানেন?
এটি হচ্ছে লিংক শর্টনার যাকে সোজা বাংলায় লিংক ছোট করা বা সংক্ষেপ করা ।
বিট.লি (bit.ly) এর লিংকে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে বিট.লি (bit.ly)- এর সাথে যে লিংক ছিলো তা অন্য বড় একটি লিংকে আপনাকে রি-ডাইরেক্ট করেছে । আর এটাই মূলত আপনার লিংক শর্টনারের কাজ। তবে বিট.লি (bit.ly) থেকে আপনি ইনকাম করতে পারবেন না।
কিন্তু এর জন্য আরো জনপ্রিয় কিছু ওয়েবসাইট রয়েছে যেমন- এড ফ্লাই (ad.fly), Blv.me ইত্যাদি । আর ভেবে চমৎকৃত হবেন যে এই কাজটি করা একেবারেই সহজ। এখন এই লিংকটি আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন সাইটে ব্যবহার করে ইনকাম জেনারেট করতে পারবেন । তো এভাবেও নিজের ইনকামটা করতে পারেন ফোন থেকেই ।
