কোথায় থেকে অনলাইনে উপার্জন করবেন?
কোথায় থেকে অনলাইনে উপার্জন করবেন?
পৃথিবীর স্বনামধন্য কিছু মার্কেট প্লেস আছে যেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি আয় করতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, মাইক্রোওয়ার্কার, এসইও ক্লার্ক এবং গুরু ইত্যাদি। আবার আপনি একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে প্রবন্ধ লিখে গুগলের এডসেন্স ব্যবহার করেও আয় করতে পারেন। এই বিষয়গুলো থেকে অনলাইন মাধ্যমে টাকা আয় করতে পারেন বৈধ এবং সঠিক উপাযয়ে । এছাড়া বাকি অন্য সকল সিস্টেমগুলি মূলত ফেক।
